1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মার্কেট মুভারের তালিকায় নতুন পাঁচ কোম্পানি
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পিএম

মার্কেট মুভারের তালিকায় নতুন পাঁচ কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
MARKET-MOVERS

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯-১৩ জানুয়ারি) মার্কেট মুভার বা টার্নওভার তালিকায় ছিল- বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফরচুন সুজ, তিতাস গ্যাস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লাফার্জ হোলসিম, ডেলটা লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স এবং জিপিএইচ ইস্পাত।

বিদায়ী সপ্তাহে মার্কেট মুভারের তালিকায় আসা দশ কোম্পানির মধ্যে নতুন করে উঠে এসেছে তিতাস গ্যাস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লাফার্জ হোলসিম, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স এবং জিপিএইচ ইস্পাত। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে লেনদেনের তালিকার পঞ্চম স্থানে রয়েছে তিতাস গ্যাস। কোম্পনিটির ৪ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৫ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ৪০ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৯ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৯ টাকা বা ২১.২৭ শতাংশ।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লেনদেন তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। কোম্পানিটির ৯০ লাখ ৬ হাজার ২১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১২ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকার। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ২২৬ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৩১ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ২.২৯ শতাংশ।

লাফার্জ হোলসিম লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৯ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ৮১ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮০ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা বা ১.২৩ শতাংশ।

লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স। কোম্পনিটির ২ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮০ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ৬৮ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩০ টাকা বা ৪৩.৯২ শতাংশ।

জিপিএইচ ইস্পাত সাপ্তাহিক লেনদেনের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৪৪ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ২৩ লাখ ৮৬ হাজার টাকার। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ৫৮ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৯ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫০ পয়সা বা ০.৮৫ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ