ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৭ ডিসেম্বর) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির লেনদেন হয়েছে ৭০ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ৬৮ লাখ ১৫ হাজার টাকা।
এদিন লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬৫ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিএসআরএম স্টিলের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ২০ লাখ ৫ হাজার টাকার।
এছাড়া, প্রাইম ইন্সুরেন্সের ৫ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার, পদ্মা লাইফের ৫ কোটি ৪ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৫ কোটি ৮০ হাজার টাকার এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, প্রগতি লাইফের ৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ৩ কোটি ৪ টাকার, রূপালি ইন্স্যুরেন্সের ২ কোটি ৪০ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকার ইউনিক হোটেলের ২ কোটি ৮ লাখ টাকার, পেনিনসুলার ২ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ১ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকার, ইন্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯০ লাখ ২০ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ৮৭ লাখ ১৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৭৩ লাখ ২৩ হাজার টাকার, আইবিবিএল বন্ডের ৬৯ লাখ ৮১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৬৪ লাখ ৭৫ হাজার টাকার, আমান ফিডের ৫৫ লাখ ৬০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৪৭ লাখ ১০ হাজার টাকার, বাটা সুয়ের ৩২ লাখ ৫৯ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১৫ লাখ ৪২ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১৪ লাখ ৪০ হাজার টাকার, বিকন ফার্মার ১১ লাখ ৬৬ হাজার টাকার ফরচুন সুজের ৬ লাখ ৫৪ হাজার টাকার, ইসলামী ফাইনান্সের ৬ লাখ ১৯ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৫ লাখ ৬২ হাজার টাকার এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।