1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
উত্থানে বড় অবদান ১০ কোম্পানির
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পিএম

উত্থানে বড় অবদান ১০ কোম্পানির

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
share market

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কাযদিবস (০২ ডিসেম্বর) বৃহস্পতিবার সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট। বাজারের এমন বড় উত্থানে ৫১ পয়েন্ট বা ৫৭ শতাংশ অবদানই ১০ কোম্পানির। সূচক বৃদ্ধিতে এমন বড় অবদান রাখা এই ১০ কোম্পানির মধ্যে রয়েছে ওয়ালটন হাইটেক, ইউনাইটেড পাওয়ার, আইসিবি, রেনাটা,গ্রামীণফেন, পওয়ার গ্রীড, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম, সামিট পাওয়ার এবং ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, এই ১০ কোম্পানির মধ্যে আজ সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.০৭ শতাংশ। কোম্পানিটির অবদানে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১.০৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৪৯ টাকা ৯০ পয়সায়।

সূচক বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৮২ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭.৪২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬১ টাকায়।

সূচক বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে উঠে এসেছে আইসিবি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৭০ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬.৬২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২২ টাকা ৬০ পয়সায়।

সূচক বৃদ্ধিতে ৪র্থ অবস্থানে উঠে এসেছে রেনাটা বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৫৩ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.৭৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৪০ টাকা ৯০ পয়সায়।

সূচক বৃদ্ধিতে ৫ম অবস্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৮২ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.১৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫৮ টাকা ৭০ পয়সায়।

সূচক বৃদ্ধিতে ৬ষ্ঠ অবস্থানে উঠে এসেছে পাওয়ার গ্রীড লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৬১ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.১১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১ টাকা ৬০ পয়সায়।

সূচক বৃদ্ধিতে ৭ম অবস্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৭৪ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৫৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২১ টাকা ৭০ পয়সায়।

সূচক বৃদ্ধিতে ৮ম অবস্থানে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৩৭ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.১০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৬ টাকা ৭০ পয়সায়।

সূচক বৃদ্ধিতে ৯ম অবস্থানে উঠে এসেছে সামিট পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৯৬ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.০৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১ টাকা ৫০ পয়সায়।

সূচক বৃদ্ধিতে ১০ম অবস্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৮৫ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.০৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩১ টাকা ৪০ পয়সায়।

এই দশ কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচক বেড়েছে ৫১ পয়েন্ট বা মোট উত্থানের ৫৭ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ