1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
১২ খাতের শেয়ার তছনছ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

১২ খাতের শেয়ার তছনছ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
poton 3

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৩০ নভেম্বর) পুঁজিবাজারে বিশাল পতন হয়েছে। এদিন পুঁজিবাজারে প্রধান সূচক কমেছে ৯২.২৫ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ২০ খাতের মধ্যে ১২ খাতের শেয়ার দরে বড় পতন হয়েছে। খাতগুলো হলো- আর্থিক, বিমা, বস্ত্র, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, বিবিধ, সিমেন্ট, ওষুধ ও রসায়ন, টেলিযোগাযোগ, ভ্রমণ ও অবকাশ এবং সিরামিক খাত।

আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২০টির বা ৯০.৯১ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে বিআইএফসির ৩.২২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২.৯৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২.৬৮ শতাংশ, আইডিএলসির ২.৪৭ শতাংশ, ন্যাশনাল হা্উজিংয়ের ২.৪৭ শতাংশ।

বিমা খাতের ৫২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪৬টির বা ৮৮.৪৬ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৬টির বা ১১.৫৪ শতাংশ এ খাতে দর বেশি কমেছে সোনারবাংলা ইন্সুরেন্সের ৬.৪১ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৬.৪১ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৩.৭৭ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৩.৪১ শতাংশ।

বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪২টির বা ৭৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮টির বা ১৪.২৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৬ টির বা ১০.৭১ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে এইচআর টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪.৯১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৪.৭৬ শতাংশ।

প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৩১টির বা ৭৩.৮১ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৯টির বা ২১.৪৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২ টির বা ৪.৭৬ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.০৩ শতাংশ, এটলাস বাংলাদেশের ৪.৮১ শতাংশ, কপারটেকের ৩.৩৪ শতাংশ।

তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৮টির বা ৭২.৭৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৩টির বা ২৭.২৭ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে জেনেক্স ইনফোসিসের ৪.৯১ শতাংশ, আমরা নেটের ৩.২২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ২.৭৪ শতাংশ।

বিবিধ খাতের ১৪টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৮টির বা ৭২.৭৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৩টির বা ২৭.২৭ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে বেক্সিমকো লিমিটেডের ৪.২৮ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ২.৯৫ শতাংশ, আরামিটের ১.৯৫ শতাংশ।

সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৫টির বা ৭১.৪৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ১৪.২৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ১৪.২৯ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে আরামিট সিমেন্টের ৯.৮৯ শতাংশ, লাফার্জ হোলসিমের ২.৩৪ শতাংশ।

ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২১টির বা ৭০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮ টির বা ২৬.৬৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১ টির বা ৩.৩৩ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে ন্যাশনাল ফিড মিলের ৪.৩০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৪.২৮ এসিআই ফর্মুলার ৩.৮৩ শতাংশ, সালভো কেমিক্যালের ৩.০৫ শতাংশ।

এছাড়া, ছোট খাতের মধ্যে টেলিযোগাযোগ, ভ্রমণ ও অবকাশ এবং সিরামিক খাতের শতভাগ কোম্পানির দর কমেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ