সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপার। এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৬ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর। কোম্পানিটির শেয়ার লেনদেন ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার।
এছাড়া, ফারইস্ট লাইফের ৭৪ লাখ ৩৩ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৬ লাখ ৪০ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৪২ লাখ ৪০ হাজার টাকার, ফর্চুন সুজের ৩১ লাখ ৮২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৭ লাখ ৪০ হাজার টাকার, রুপালি লাইফের ১৩ লাখ ৫০ হাজার টাকার, শাশা ডেনিমসের ১১ লাখ ২০ হাজার টাকার, লুব-রেফের ১০ লাখ ৬২ হাজার টাকার, আরডি ফুডের ১০ লাখ টাকার, লাভেলোর ৬ লাখ ৯৪ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৬ লাখ ৩৫ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৬ লাখ ২০ হাজার টাকার, ইফাদ অটোর ৫ লাখ ৮০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।