1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সুহৃদের লভ্যাংশে প্রতারণা, মামলা করবে বিএসইসি
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:২১ এএম

সুহৃদের লভ্যাংশে প্রতারণা, মামলা করবে বিএসইসি

  • আপডেট সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
Shurid-Industries-Logo

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড লভ্যাংশ ঘোষণার বিষয়ে প্রতারণা করেছে। আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও কোম্পানিটি ৩০ জু, ২০১৯ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু লভ্যাংশের টাকা আর বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি।

এ ঘটনায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার (৩ অ্টোবর) অনুষ্ঠিত বিএসইসির ৭৯৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২০১৯ সালের নভেম্বর মাসে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু দীর্ঘদিন পরেও ওই লভ্যাংশ বিতরণ করা হয়নি। এ বিষয়ে বেশ কিছু বিনিয়োগকারী বিএসইসিতে অভিযোগ করলে চলতি বছরের ২৭ জানুয়ারি বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, লভ্যাংশ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই জেনেও কোম্পানির তৎকালীন পরিচালনা পরিষদ ওই লভ্যাংশ ঘোষণা করেছিল।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ