1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
কারণ ছাড়াই অস্বাভাবিক দর বৃদ্ধি ৩ কোম্পানির, ডিএসইর সতর্কতা জারি
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ পিএম

কারণ ছাড়াই অস্বাভাবিক দর বৃদ্ধি ৩ কোম্পানির, ডিএসইর সতর্কতা জারি

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
dse ALERT

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) কোম্পানিগুলোর দর বৃদ্ধিতে সতর্কতা জারি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিগুলোর হলো : ফু-ওয়াং সিরামিক, শ্যামপুর সুগার এবং সিভিও পেট্রোকেমিক্যাল।

সূত্রমতে, কোম্পানিগুলোর অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোর কর্তৃপক্ষকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ১৩ জুলাই জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ জুন ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর ছিল ১৩ টাকা ১০ পয়সা। গতকাল ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ১০ পয়সায়। মাত্র ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা বা ৪৬ শতাংশ।

এদিকে, গত ২৬ জুন শ্যামপুর সুগারের শেয়ার দর ছিল ৪৪ টাকা ৩০ পয়সা। গতকাল ১৩ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৮০ পয়সায়। ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৩ টাকা ৫০ পয়সা বা ৫৩ শতাংশ।

অন্যদিকে, গত ২৭ জুন সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর ছিল ৮৩ টাকা ৭০ পয়সা। গতকাল ১৩ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১২১ টাকা ৭০ পয়সায়। ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮ টাকা বা ৪৫ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ