সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সময় সাপ্তাহিক দুই দিন ছুটির সাথে প্রতি রবিবারও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এর কারণে শেয়ারবাজারের লেনদেন একদিন কমে সপ্তাহে চার দিন হবে।
জানা গেছে, করোনাকালীনে সময়ে বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সাথে প্রতি রবিবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে সাক্যুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
যেহেতু ব্যাংকিং কার্যক্রমে সাথে শেয়ারবাজারের লেনদেন জড়িত। তাই কঠোর বিধিনিষেধ চলাকালে প্রতি রবিবার শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। আর এতে করে কঠোর বিধিনিষেধের সময় সপ্তাহের চার দিন চলবে শেয়ারবাজারের লেনদেন।