শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পার্পেচ্যুয়াল বন্ড ইস্যুর প্রস্তাবে সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকটি ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং ৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে।
এর আগে ২০২০ সালের ৩০ ডিসেম্বর ব্যাংকটি পার্পেচ্যুয়াল বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই সিদ্ধান্ত অনুসারে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সব ইউনিট/লট বরাদ্ধ দেওয়ার কথা ছিল।