শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে প্রতিষ্ঠানটির প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মো. রফিকুল ইসলাম প্রতিষ্ঠানটির প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক সুলতান-উল- আবেদিন মোল্লার নিয়োগ বাতিল করে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে প্রতিষ্ঠানটির নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়।