1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৪০ মাস পর ডিএসইএক্স ছাড়াল ৬১০০ পয়েন্ট
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২৮ এএম

৪০ মাস পর ডিএসইএক্স ছাড়াল ৬১০০ পয়েন্ট

  • আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
DSE-- (2)

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেয়ারবাজারের লেনদেন উত্থানে শুরু হয়ে শেষও হয়েছে উত্থানে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। দুইকার্যদিবস বাদে টাকার পরিমাণে লেনদেন আবার দুই হাজার কোটি টাকার ঘরে হয়েছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ মাস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৫.৪১ পয়েন্টে। ডিএসইতে এই সূচকটি তিন বছর চার মাস সাত দিন বা ৪০ মাস বা ৭৭০ কার্যদিবস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করল। এর আগে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছিল। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৯৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৫.৫৭ পয়েন্টে এবং ২ হাজার ২২০.৮৯ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকা টাকার। যা আগের দিন থেকে ২০৮ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৪টির বা ৬০.২২ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩১.৯৯ শতাংশের এবং ২৯টির বা ৭.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৬২.৫৩ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৫টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ