বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সামান্য উত্থান হয়েছে। বেড়েছে সূচক। তবে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। কমেছে লেনদেনও। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
গেল সপ্তাহে ডিএসইর ২০ খাতের মধ্যে ৯ খাতের শেয়ার দর বেড়েছে। দর বাড়াতে এই ৯ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রির্টানে ভালো মুনাফায় রয়েছেন।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন সাধারণ বিমার বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৬.৪ শতাংশ।
এরপর জ্বালানি খাতের বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছেন ১.৭ শতাংশ।
এছাড়া, ট্যানারী খাতে ১.৪ শতাংশ, বিবিধ খঅতে ১.৩ শতাংশ, সিমেন্ট খাতে ১ শতাংশ, সেবা খাতে ০.৮ শতাংশ, জীবন বিমা খাতে ০.৩ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৩ শতাংশ, এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.২ শতাংশ মুনাফা পেয়েছেন।
তবে বিদায়ী সপ্তাহে ১১ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন। খাতগুলোর মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে ০.৩ শতাংশ, টেক্সটাইল খাতে ০.৩ শতাংশ, আর্থিক খাতে ১.১ শতাংশ, ব্যাংক খাতে ১.৩ শতাংশ, প্রকৌশল খাতে ১.৬ শতাংশ, পেপার খাতে ২.১ শতাংশ, সিরামিক খাতে ২.১ শতাংশ, টেলিকম খাতে ২.২ শতাংশ, ভ্রমণ খাতে ৩.৫ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৩.৭ শতাংশ এবং পাট খাতে ৪.৩ শতাংশ লোকসানে রয়েছেন।