1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় কর্ণফুলি ইন্স্যুরেন্সেও
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পিএম

অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় কর্ণফুলি ইন্স্যুরেন্সেও

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

রূপালী ইন্স্যুরেন্সের মতো কর্ণফুলী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষও নির্দেশনা অমান্য করে নির্ধারিত সীমার থেকে ম্যানেজমেন্ট ব্যয় বেশি করেছে। কোম্পানিটির ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।

নিরীক্ষক জানিয়েছেন, কর্ণফুলী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ এসআরও নং ২৮০-ল/২০১৮তে বর্ণিত সীমার থেকে ১ কোটি ১ লাখ টাকা বেশি ম্যানেজমেন্ট ব্যয় করেছে। যা বেঁধে দেওয়া সীমার থেকে ৬.৯৭ শতাংশ বেশি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি রূপালি ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ সীমার থেকে ৩ কোটি ৭০ লাখ টাকা বেশি ম্যানেজমেন্ট ব্যয় করেছে। যা বেঁধে দেওয়া সীমার থেকে ১৭.৭৫ শতাংশ বেশি।

এদিকে কর্ণফুলী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ লীজ সম্পদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস)-১৬ পরিপালন করছে না বলে জানিয়েছে নিরীক্ষক। তবে কোম্পানি কর্তৃপক্ষ আগামি বছর থেকে আইএফআরএস-১৬ পরিপালনের লক্ষ্যে কাজ করছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪২ কোটি ৯০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৮২ শতাংশ। কোম্পানিটির সোমবার (১৪ জুন) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৪২.৯০ টাকায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ