মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস সম্প্রতি বিশ্বের শীর্ষ ২০০০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে। ২০২১ সারলর জন্য প্রকাশিত এই বৈশ্বিক ২০০০ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের জীবন বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড। ফোর্বসের তালিকায় কোম্পানিটির অবস্থান ১ হাজার ৮৫৭তম।
তবে কোম্পানিটি সম্পর্কে ফোর্বসের দেয়া তথ্য এবং কোম্পানির প্রকৃত তথ্যের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য দেখা গেছে।
ফোর্বসের তথ্যানুসারে, ফারইস্ট ইসলামী লাইফের মোট সম্পদের পরিমাণ ৫১ কোটি ডলার বা ৪ হাজার ৩২৫ কোটি টাকা। আয়ের পরিমাণ ১৩০ কোটি ডলার বা ১১ হাজার ২৬ কোটি টাকা। ফোর্বসের হিসাবে কোম্পানিটির মুনাফার পরিমাণ ১২০ কোটি ডলার বা ১০ হাজার ১৭৭ কোটি টাকা। মুনাফার ভিত্তিতে কোম্পানিটির বৈশ্বিক অবস্থান ৫৮৩ তম।
এ বছরের ১৩ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ফোর্বসের তালিকায় স্থান পেয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স।
অন্যদিকে সর্বশেষ সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি কোম্পানিটি। ২০২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৩২৩ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির গ্রস ও নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ৫৬৫ কোটি টাকায়। গত বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ তহবিলের আকার ছিল ৩ হাজার ৩০৮ কোটি টাকা। ফোর্বসের তথ্যে এ মাসের ১৩ মে পর্যন্ত কোম্পানিটির বাজার মূলধন দেখানো হয়েছে ২৮৮ কোটি টাকা, যেখানে কোম্পানিটির বাজার মূলধন ৩৩৭ কোটি টাকা।
মোট সম্পদ ছাড়া ফোর্বসের দেয়া অন্যান্য আর্থিক তথ্যের সঙ্গে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে থাকা তথ্যের মধ্যে বিশাল ফারাক। এমনকি ২০১৯ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনের তথ্যের সঙ্গেও ফোর্বসের তথ্য সামঞ্জস্যপূর্ন নয়। তাছাড়া ফোর্বসের তথ্যে কোম্পানিটির মুনাফা উল্লেখ করা হয়েছে। অথচ দেশের জীবন বীমা কোম্পানিগুলো তাদের আর্থিক প্রতিবেদনে লাভ ক্ষতি হিসাব অন্তভূক্ত না করার কারণে মুনাফা কিংবা শেয়ার প্রতি আয় (ইপিএস) কখনোই দেখায় না। এতে স্বাভাবিকভাবইে প্রশ্ন উঠেছে কোম্পানিটির মুনাফার তথ্য ফোর্বস কিভাবে পেয়েছে। এছাড়া যে পরিমাণ মুনাফা দেখানো হয়েছে তা দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোও অর্জন করতে পারে না।