পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেডের টাইলস উৎপাদনের দুটি প্রোডাকশন লাইন আগামী ১৫ দিনের জন্য বন্ধ থাকবে। প্রোডাকশন লাইন দুটির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কারণে এ সময়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির সিরামিকসের টাইলস উৎপাদনে চারটি প্রোডাকশন লাইন ব্যবহার করা হয়। এর মধ্যে টাইলস প্রোডাকশন লাইন-১ ও টাইলস প্রোডাকশন লাইন-২-এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য আজ (২১ মে) থেকে আগামী ৫ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময়ে কোম্পানির স্যানিটারি ওয়্যার কারখানার যন্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তবে কোম্পানির অন্য দুই টাইলস প্রোডাকশন লাইন-৩ ও লাইন-৪-এ উৎপাদন চালু থাকবে। যেখানে স্যানিটারি ওয়্যার উৎপাদনের ৬০ শতাংশ সক্ষমতা রয়েছে। বন্ধ থাকা টাইলস প্রোডাকশন লাইন দুটির রক্ষণাবেক্ষণের কাজ শেষে উৎপাদন শুরুর ঘোষণা দেবে কোম্পানিটি।
কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির বিক্রি হয়েছে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ১৪৬ কোটি ৯১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ২৬ কোটি ৪৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩০ কোটি ১৬ লাখ টাকায়। যেখানে এর আগের বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ১৯ কোটি ৮৪ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৫ কোটি ১৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬ কোটি ৩৩ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫০ পয়সায়, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯১ পয়সায়।