1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিশ্বসেরা ক্রিকেট তারকা এখন শেয়ার ব্যবসায়ী
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পিএম

বিশ্বসেরা ক্রিকেট তারকা এখন শেয়ার ব্যবসায়ী

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
sakib-al-hasan

আনুষ্ঠানিকভাবে শেয়ার ব্যবসায় লেখালেন বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন যে ৩০ টি ট্রেকের অনুমোদন দিয়েছে, সাকিবের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংস লিমিটেড তারমধ্যে অন্যতম। সাকিব প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে শাকিব বলেন, দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করতে চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতি তরতর করে এগিয়ে চলছে। সেই সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। অধ্যাপক শিবলি রুবাইত-উল ইসলামের নেতৃত্বে গতিশীল নেতৃত্বে পুঁজিবাজারের যে ব্যাপক পরিবর্তন হচ্ছে তাতে ভূমিকা রাখতে চাই। সেজন্যই পুঁজিবাজারে যুক্ত হয়েছি।’

মোনার্ক হোল্ডিংয়ের পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। অনুমোদন পাওয়ার পর এখন রেজিস্ট্রেশন ফি ও জামানতের টাকা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য হিসেবে পুঁজিবাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ের ব্রোকারেজ হাউজের ব্যবসায় সম্পৃক্ত হবেন সাকিল আল হাসান।

বিএসসিইসি’র বর্তমান চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইত-উল ইসলাম এর নেতৃত্বে নতুন কমিশনের সবাইকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে দেশে প্রায় ২৫০ টি সিকিউরিটিজ হাউজ রয়েছে। এরমধ্যে ১৫ টি প্রতিষ্ঠান কার্যক্রমে তেমনভাবে নেই। কিন্তু বাজারে লেনদেনের ভলিয়ম বাড়তে থাকায় এর সম্প্রসারণের দিকে নজর দেয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তারই আলোকে আবেদন আহ্বান করলে ৬৬টি প্রতিষ্ঠান আবেদন করে। পরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৫১টি যোগ্য বিবেচনায় বিএসইসিতে প্রেরণ করে। সেখান থেকে প্রথম দফায় ৩০টি প্রতিষ্ঠানকে কার্যক্রম শুরুর অনুমোদন দেয়া হয়।

বর্তমানে ক্রিকেট মাঠের অলরাউন্ডার শাকিব আল হাসান দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন।

কমিশনের ৬১২তম সভায় সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নেয়ার সিদ্ধান্ত হয়। তখন বিএসইসির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক এম খায়রুল হোসেন।

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে আছেন কাজ করছেন সাকিব।

এর আগে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও) দেশের বিখ্যাত রাজনীতিবিদ, পেশাজীবী, খেলোয়াড় বা নামিদামি ব্যক্তিকে শুভেচ্ছা দূত হিসেবে নেয়ার অনুরোধ জানিয়েছিল। এরই অংশ হিসেবে সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচন করে বিএসইসি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ