পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (ইসিআরএল)। বৃহস্পতিবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের রেটিং অনুযায়ী কোম্পানির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’।
বস্ত্র খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।