1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এবার জীবন বীমার দৌঁড় শুরু!
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ এএম

এবার জীবন বীমার দৌঁড় শুরু!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
SHAREE-price

পুঁজিবাজারে সাধারণ বীমার শেয়ারে চলছে বাজিমাত। এমন কোন সাধারণ বীমার শেয়ার নেই, যেটি গত এক মাসের মধ্যে দ্বিগুণ বা দ্বিগুণের কাছাকাছি যায়নি। তবে পিছিয়ে ছিল জীবন বীমা। এবার সেটিও দৌঁড় শুরু করেছে।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১২টি জীবন বীমার মধ্যে ৮টির দর বেড়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা পর্যন্ত। আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম ৬টি হলো জীবন বীমা কোম্পানি।

বাকি ৪টি জীবন বীমা কোম্পানির মধ্যে ১টির দরও ভালো বেড়েছে। তবে তিনটির দরে নড়ছড় হয়নি। রয়েছে অপরিবর্তিত।

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেন হওয়া ৮ লাইফ হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ, ডেল্টা লাইফ, পদ্মা লাইফ, মেঘনা লাইফ ও ফারইস্ট ইসলামী লাইফ।

অন্যদিকে, সাধারণ বীমা খাতের ৩৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৩টির। কমেছে কেবল তিনটির। পরবর্তন হয়নি দুটির।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ বীমার জোয়ারে এবার টান শুরু হয়েছে জীবন বীমার শেয়ারে। তবে জোয়ার থাকবে কী না- তা দেখার জন্য অন্তু আগামী ২-দিন অপেক্ষা করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ