শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১ কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : স্ট্যান্ডার্ড ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা সিমেন্ট, জেএমআই সিরিঞ্জ, আমান ফিড, এডিএন টেলিকম, পাওয়ার গ্রীড, সিলভা ফার্মা, এএমসিএল (প্রাণ), বিডি ল্যাম্পস, রংপুর ফাউন্ড্রি, আনলিমা ইয়ার্ন, এসোসিয়েটেড অক্সিজেন, এইচআর টেক্সটাইল, রেনেটা, বেঙ্গল উইন্ডসোর, এপেক্স ট্যানারি, ইনডেক্স এগ্রো, ভিএফএস থ্রেড ডাইং, ড্রাগন সোয়েটার, কেডিএস এক্সেসরিজ, কাট্টালি টেক্সটাইল, ন্যাশনাল টি, উসমানিয়া গ্লাস, এমজেএলবিডি, আইসিবি ইসলামিক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের বিকাল ৩টায়, হাইডেলবার্গ সিমেন্টের দুপুর ২.৪৫টায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের বিকাল ৩টায়, মেঘনা কনডেন্স মিল্কের বিকাল ২.৩৫টায়, মেঘনা সিমেন্টের দুপুর দেড়টায়, জেএমআই সিরিঞ্জের বিকাল ৩টায়, আমান ফিডের বিকাল ২টায়, এডিএন টেলিকমের বিকাল ৪টায়, পাওয়ার গ্রীডের দুপুর দেড়টা, সিলভা ফার্মার দুপুর ২.৩০টায়, এএমসিএলের (প্রাণ) বিকাল সাড়ে ৩টায়, বিডি ল্যাম্পসের দুপুর ১টায়, রংপুর ফাউন্ড্রির বিকাল ৪টায়, আনলিমা ইয়ার্নের দুপুর ২টায়, এসোসিয়েটেড অক্সিজেনের দুপুর দেড়টায়, এইচআর টেক্সটাইলের বিকাল ৩.৪৫টায়, রেনেটার দুপুর ১টায়, বেঙ্গল উইন্ডসোরের দুপুর ২.৩০টায়, এপেক্স ট্যানারির দুপুর ২.৩০টায়, ইনডেক্স এগ্রোর বিকাল ৩টায়, ভিএফএস থ্রেড ডাইংয়ের দুপুর দেড়টায়, ড্রাগন সোয়েটারের বিকাল ৩টায়, কেডিএস এক্সেসরিজের বিকাল ৩টায়, কাট্টালি টেক্সটাইলের দুপুর দেড়টায়, ন্যাশনাল টি’র দুপুর ২টায়, উসমানিয়া গ্লাসের বিকাল ৩টায়, এমজেএলবিডির দুপুর ২টায়, আইসিবি ইসলামিক ব্যাংকেরর দুপুর ২.৩৫টায়, শাহজালাল ইসলামী ব্যাংকের দুপুর ২টায়, প্রভাতী ইন্স্যুরেন্সের দুপুর দেড়টায় এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভায় লভ্যাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা সিমেন্ট, জেএমআই সিরিঞ্জ, আমান ফিড, এডিএন টেলিকম, পাওয়ার গ্রীড, সিলভা ফার্মা, এএমসিএল (প্রাণ), বিডি ল্যাম্পস, রংপুর ফাউন্ড্রি, আনলিমা ইয়ার্ন, এসোসিয়েটেড অক্সিজেন, এইচআর টেক্সটাইল, রেনেটা, বেঙ্গল উইন্ডসোর, এপেক্স ট্যানারি, ইনডেক্স এগ্রো, ভিএফএস থ্রেড ডাইং, ড্রাগন সোয়েটার, কেডিএস এক্সেসরিজ, কাট্টালি টেক্সটাইল, ন্যাশনাল টি, উসমানিয়া গ্লাস, এমজেএলবিডি, আইসিবি ইসলামিক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।