পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু জানিয়েছে। কোম্পানি দুটি হলো-ইউনাইটেড ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ারহোল্ডারদের এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: আগামী ২৮ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ৩৬তম এজিএম অনুষ্ঠিত হবে। https://tinyurl.com/uiclagm2021 এই ওয়েব লিংকের মাধ্যমে এতে অংশ নেয়া যাবে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। এ হিসাবে কোম্পানিটির বার্ষিক ইপিএস বেড়েছে ৪.৬২ শতাংশ।
আলোচ্য সময়ে ইউনাইটেড ইন্স্যুরেন্সের এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩১ টাকা ৮৭ পয়সা।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৯৭ কোটি ৩৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৪২.৯৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭.১৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১৯.৮৯ শতাংশ শেয়ার রয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক: ২৮ এপ্রিল ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির ২২তম এজিএম অনুষ্ঠিত হবে। https://mbl.bdvirtualagm.com এই ওয়েব লিংকের মাধ্যমে এতে অংশ নেয়া যাবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও বাকি ৫ শতাংশ বোনাস।
আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২৬ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ ও বাকি ৫ শতাংশ বোনাস। ২০১৮ হিসাব বছরে ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল
২০০৪ সালেপুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৮৪ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২১৭। এর মধ্যেউদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩৭.৭১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২.৮৯, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪.০৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫.৩২ শতাংশ শেয়ার রয়েছে।