করোনাভাইরাস প্রতিরোধে কঠোর বিধিনিষেধের মধ্যেও ব্যাংকের লেনদেন চালু রাখতে চায় সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছে দেয়া এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
বিষয়টিতে সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী রোববার থেকে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে বুধবার থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে ব্যাংকিং লেনদেন বন্ধের এ সিদ্ধান্ত জানানো হয়।