সোমবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১১টির বা ৩২.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৮.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৫০ টাকা বা ৯.৯৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইনডেক্স এগ্রো ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আস।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্সের ৮.৪৪ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৬.১৬ শতাংশ, লিবরা ইনফিউশনের ৫.১৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৩.৯২ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.৭০ শতাংশ, রানার অটোমোবাইলসের ৩.৪২ শতাংশ, বিএসআরএম স্টিলের ৩.২৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৩.১৬ শতাংশ এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৯৮ শতাংশ কমেছে।