বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত অর্থবছরে এবং এক কোম্পানি তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। এই চার কোম্পানি শেয়ারহোল্ডারদের ২৮৬ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪০৮ টাকার নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি চারটি হলো : উত্তরা ব্যাংক, লিনডে বাংলাদেশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং রবি আজিয়াটা।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে উত্তরা ব্যাংক শেয়ারহোল্ডারদের ১২.৫০ শতাংশ নগদ এবং ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১২.৫০ শতাংশ নগদ হিসাবে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৬২ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৯৮৭ টাকার নগদ লভ্যাংশ দেবে।
লিনডে বাংলাদেশ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০ কোটি ৮৭ লাখ ৩১ হাজার ২০০ টাকার নগদ লভ্যাংশ দেবে।
ইস্টল্যান্ড সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ কোটি ৭০ লাখ ৬ হাজার ২২১ টাকার নগদ লভ্যাংশ দেবে।
আর রবি আজিয়াটা শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫৭ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার নগদ লভ্যাংশ দেবে।