বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানা শঙ্কার মধ্যে বুধবার (০৭ এপ্রিল) ৬৬ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দর সীমা) প্রত্যাহার করে নেয়। যাতে প্রত্যাশিতভাবে লেনদেনের প্রথমদিনেই (বৃহস্পতিবার ০৮ এপ্রিল) সেগুলোর প্রায় সব কোম্পানির দরপতন হয়েছে। এরমধ্যে ব্যতিক্রম ছিল একমাত্র নাভানা সিএনজি। কোম্পানিটির দর বেড়েছে।
প্রাপ্ত তথ্যমতে, পুঁজিবাজারে বুধবার লেনদেন শেষে প্রায় ১১০টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ছিল। এরমধ্যে ৫০ টাকার নিচে অবস্থান করা ৬৬ কোম্পানি থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইস। যেগুলোর বাজার মূলধন ৫ শতাংশের কাছাকাছি।
বিএসইসি ধারণা করেছিল, এ ৬৬ কোম্পানির দর পতন হলেও বাজারে তেমন প্রভাব পড়বে না। যার আলোকে কোম্পানিগুলো থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়। কিন্তু ওইসব কোম্পানির দর পতনে অন্যসব কোম্পানির উপরেও যে নেতিবাচক প্রভাব পড়বে, সেটি কমিশন আমলে নেয়নি।
ফ্লোর প্রাইস প্রত্যাহারের ৬৬টি কোম্পানির মধ্যে আজ লেননেদ হয়েছে ৬৩টি কোম্পানির। এরমধ্যে ৬১টির দর পতন হয়েছে। আর নাভানা সিএসজির দর বেড়েছে ও আরএন স্পিনিংয়ের দর অপরিবর্তিত রয়েছে। বাকি ৩ কোম্পানির শেয়ার রেকর্ড ডেট ও স্থগিতাদেশের কারণে লেনদেন হয়নি।
লেনদেন না হওয়া ৩ কোম্পানির মধ্যে রেকর্ড ডেটের কারণে গোল্ডেন হার্ভেস্টের লেনদেন আজ বন্ধ ছিল। এছাড়া বিডি সার্ভিসের শেয়ার দীর্ঘদিন ধরে বিক্রেতা না থাকায় লেনদেন হয় না এবং পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে স্টক এক্সচেঞ্জ।
বিনিয়োগকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে বলছেন, বিএসইসি বড় অসময়ে ফ্লোর প্রাইস তুলে নিয়েছে। বাজারে যখন লেনদেন ১৫০০-২০০০ কোটি হচ্ছিল এবং সূচকে তেজিভাব ছিল, ওইসময় ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া যেত বলে অনেকে মনে করেন। আর এই মুহুর্তে তুলে নেওয়াটাকে খামখেয়ালি বলেই মনে করছেন অনেকে।
তবে কমিশনের একটি সূত্রে জানা গেছে, কমিশন ধারণা করেছিল মূল্যসূচক ৫৯০০ থেকে নেমে কারেকশন হয়ে ৫৬০০ পয়েন্ট পর্যন্ত নামবে। এরপরে সূচক আবার উর্ধ্বমূখী হবে। ওইসময় ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে। কিন্তু বাস্তবে তেমনটি হয়নি। সূচক ধারাবাহিক পতন হয়ে ৫ হাজার ১শ’র নিচে নেমে যায়। যে কারণে পরিকল্পনা অনুযায়ি ফ্লোর প্রাইস তোলা সম্ভব হয়নি। এখন বাজার তেজিভাবে ফেরায় প্রতিষ্ঠানটি ফ্লোর প্রাইস তোলার উদ্যোগ নেয়।
নিম্নে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া ৬৬ কোম্পানির তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম | ফ্লোর প্রাইস | আজকের দর |
**নাভানা সিএনজি | ৩৩.১০ | ৩৩.৪০ |
*আর.এন স্পিনিং মিলস | ৩.৭০ | ৩.৭০ |
আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড | ৫.৮০ | ৫.৭০ |
জাহিন স্পিনিং | ৬.৩০ | ৫.৭০ |
রিং সাইন | ৬.৪০ | ৫.৮০ |
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ৬.৯০ | ৬.৪০ |
অলিম্পিক এক্সেসোরিজ | ৬.৮০ | ৬.৩০ |
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ৭.১০ | ৬.৭০ |
নূরানী ডাইং অ্যান্ড সুয়েটার | ৭.৭০ | ৭ |
রিজেন্ট টেক্সটাইল মিলস | ৭.৮০ | ৭.১০ |
এসইএমএল এফবিএলএফএসএল গ্রোথ ফান্ড | ৮ | ৭.৬০ |
ইভিন্স টেক্সটাইলস | ৮.২০ | ৭.৪০ |
প্যাসিফিক ডেনিমস | ৮.৫০ | ৭.৭০ |
মেট্রো স্পিনিং | ৮.৫০ | ৭.৭০ |
কাট্টলি টেক্সটাইল | ৯.৩০ | ৮.৭০ |
ফার কেমিক্যালস | ৯.৮০ | ৮.৯০ |
দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজ | ১০.৫০ | ৯.৬০ |
ইয়াকিন পলিমার | ১১.১০ | ১০ |
সাফকো স্পিনিং মিলস | ১১.২০ | ১০.১০ |
সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস | ১২ | ১০.৮০ |
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড | ১১.৫০ | ১০.৪০ |
বীচ হ্যাচারি | ১৩.৬০ | ১২.৩০ |
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ | ১৪.৬০ | ১৩.২০ |
শেফার্ড ইন্ডাস্ট্রিজ | ১৫.১০ | ১৩.৬০ |
হামিদ ফেব্রিক্স | ১৫.৭০ | ১৪.২০ |
প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস | ১৬.৬০ | ১৫.২০ |
সায়হাম কটন মিলস | ১৬.১০ | ১৪.৫০ |
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস | ১৬.২০ | ১৪.৬০ |
এএফসি এগ্রো বায়োটেক | ১৭ | ১৫.৩০ |
বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লস্টিকস | ১৭ | ১৫.৯০ |
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং | ১৭.৬০ | ১৫.৯০ |
সিলভা ফার্মাসিউটিক্যালস | ১৮.৩০ | ১৬.৫০ |
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস | ১৯.১০ | ১৭.২০ |
আরগন ডেনিমস | ১৯.২০ | ১৭.৩০ |
কপারটেক ইন্ডাস্ট্রিজ | ২০.৭০ | ১৮.৭০ |
শাশা ডেনিমস | ২১.৬০ | ১৯.৫০ |
সুহৃদ ইন্ডাস্ট্রিজ | ২১.৭০ | ১৯.৬০ |
এস্কয়ার নিট কম্পোজিট | ২২ | ২০.৩০ |
ভিএফএস থ্রেড ডাইং | ২২.৫০ | ২০.৩০ |
আইপিডিসি ফাইন্যান্স | ২৩.৭০ | ২২.৫০ |
ফনিক্স ফাইন্যান্স | ২২.৭০ | ২১.৫০ |
এডভেন্ট ফার্মা | ২২.৮০ | ২০.৬০ |
আরএসআরএম | ২২.৯০ | ২০.৭০ |
কুইন সাউথ টেক্সটাইল | ২৪ | ২১.৬০ |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ২৪.১০ | ২১.৭০ |
ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড | ২৪.৩০ | ২১.৯০ |
রূপালী ব্যাংক | ২৪.৪০ | ২২.৭০ |
সায়হাম টেক্সটাইলস মিলস | ২৪.৫০ | ২২.১০ |
সোনারগাঁও টেক্সটাইলস | ২৪.৫০ | ২২.১০ |
আলিফ ইন্ডাস্ট্রিজ | ২৬.২০ | ২৩.৬০ |
গ্লোবাল হেভি কেমিক্যালস | ৩১ | ২৮ |
ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি | ৩৪.৮০ | ৩১.৮০ |
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট | ৩৯.৫০ | ৩৫.৬০ |
স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স | ৪০ | ৩৮.১০ |
ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স | ৪০.১০ | ৩৭.৩০ |
উত্তরা ফাইন্যান্স | ৪৩.৬০ | ৩৯.৩০ |
উসমানিয়া গ্লাস | ৪৪.৮০ | ৪২.৯০ |
খুলনা পাওয়ার | ৪৫.৩০ | ৪০.৮০ |
নাহি অ্যালুমিনিয়াম | ৪৭.১০ | ৪২.৪০ |
দুলামিয়া কটন | ৪৮.১০ | ৪৩.৫০ |
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ | ৪৮.২০ | ৪৩.৪০ |
প্যারামাউন্ট টেক্সটাইলস | ৪৮.৯০ | ৪৪.১০ |
এমএল ডাইং | ৫০ | ৪৫ |
*গোল্ডেন হার্ভেস্ট এগ্রো | ১৬.৭০ | ১৬.৭০ |
*বাংলাদেশ সার্ভিস | ৫.২০ | ৫.২০ |
*পিপলস লিজিং | ৩ | ৩ |