1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বড় ঝাঁকুনি খেল শেয়ারবাজার
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ এএম

বড় ঝাঁকুনি খেল শেয়ারবাজার

  • আপডেট সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
dse-cse-1

করোনার প্রকোপ থেকে দেশের মানুষকে মুক্ত করতে সরকার সাত দিনের লক ডাউনের ঘোষণা দিয়েছে। আর এই খবরে আতঙ্গে বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার লসে বিক্রি করতে শুরু করে। যার কারণে বড় ধসের কবলে পড়েছে দেশের শেয়ারবাজার। রবিবার (০৪ এপ্রিল) সূচকের বড় পতনের কারণে সাড়ে তিন মাস পেছনে চলে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন পতনের সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৬.৩৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮২.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৬.১৬ পয়েন্টে এবং ১৯০১.১২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫২১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৯ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৩৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭টির বা ২.১৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫১টির বা ৭৭.৪৭ শতাংশের এবং ৬৬টির বা ২০.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪২.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৪.৩৪ পয়েন্টে। সিএসইতে আজ ২১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির দর বেড়েছে, কমেছে ১৮৪টির আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ