সোমবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৪টির বা ১৫.০৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডাচ-বাংলা ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৭.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৬০ টাকা বা ১২.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.৬৯ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৭৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.৫৭ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৩.১১ শতাংশ, শ্যামপুর সুগারের ২.৫৮ শতাংশ, আমান কটনের ২.২৮ শতাংশ, অলটেক্সের ২.১৭ শতাংশ, আরামিটের ২.১১ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ১.৮৫ শতাংশ কমেছে।