পুঁজিবাজারে আসছে দুই মিউচুয়াল ফান্ড। ফান্ড দুটি অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ফান্ড দুটি হলো-লংকাবাংলা গ্র্যাচুইটি ওয়েলথ বিল্ডার ফান্ড ও জয়তুন ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিএসইসির নিয়মিত বৈঠকে ফান্ড দুটির অনুমোদন দেয়া হয়।
লংকাবাংলা গ্র্যাচুইটি ওয়েলথ বিল্ডার ফান্ড: ফান্ডটির আকার হবে ১০ কোটি টাকা।
উদ্যোক্তা হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এমপ্লয়িজ গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্ট ২ কোটি টাকা এবং সাধারণ বিনিয়োগকারীরা দেবে ৮ কোটি টাকা। এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা এ্যাসেট ম্যানেজমেন্ট। ট্রাস্টি হিসাবে থাকবে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি ও কাস্টডিয়ান হিসাবে থাকবে ব্র্যাক ব্যাংক।
জয়তুন ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ফান্ডটির আকার হবে ১০ কোটি টাকা। এই ফান্ডের উদ্যোক্তা জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট দেবে ৩ কোটি টাকা; সাধারণ বিনিয়োগকারীরা দেবে ৭ কোটি টাকা।
এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক জয়তুন এ্যাসেট ম্যানেজমেন্ট। ট্রাস্ট্রি ও কাস্টডিয়ান হিসাবে থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।