মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩৮ লাখ ৩০ হাজার ৮৩০টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৫ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ কোটি ৪৫ লাখ টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর।
এছাড়াা আমান কটনের ৫ লাখ ৪ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ১৫ হাজার টাকার, আর্গন ডেনিমসের ৫ লাখ টাকার, বিবিএস কেবলসের ৮ লাখ ৯১ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ৮৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৩ লাখ টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯২ লাখ ৮১ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ ৪৩ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৩৪ লাখ ১৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৫ লাখ ৭৬ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫ লাখ টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১১ লাখ ৪ হাজার টাকার, আইডিএলসির ১ কোটি ১৪ লাখ টাকার, আইএফআইসির ৬৯ লাখ ৮১ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৪৬ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ১০ লাখ ২০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২১ লাখ টাকার, সী পার্লের ১৪ লাখ ৮২ হাজার টাকার, সোনালী পেপারের ২৭ লাখ ২১ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২০ লাখ ৯০ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে।