আগের কার্যদিবস রোববার বড় পতন হলেও আজ সোমবার (১৫ মার্চ) সামান্য উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২.৯৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২.৮৮ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৩.০৯ পয়েন্টে, ২১২৯.১৮ পয়েন্টে এবং ১১৮২.৭৫ পয়েন্টে।
আজ ডিএসই ৬২৩ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬২২ কোটি ৪৪ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৬.৪৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৩টির বা ২৯,১০ শতাংশের এবং ১২২টির বা ৩৪.৪৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪.৫৬ পয়েন্টে। সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ৭৩টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।