পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্সের ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশে পরিবর্তন এনেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৯ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
লভ্যাংশে পরিবর্তন আনায় ২০২০ হিসাব বছরের তুলনায় লভ্যাংশ প্রদান অনুপাত (ডিভিডেন্ড পে আউট রেশিও) অনেক কমে আসবে। আগের বছরের ৭৯ শতাংশ লভ্যাংশ প্রদান অনুপাত এ বছর ২৯ শতাংশে নেমে আসবে।
এদিকে ২০১৯ হিসাব বছরের তুলনায় ২০২০ হিসাব বছরে অগ্রণী ইন্স্যুরেন্সের নিট মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ। ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ২৬ পয়সা হিসেবে মোট ৩ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকার নিট মুনাফা করেছিল। ২০২০ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ১ টাকা ৭২ পয়সা করে মোট ৫ কোটি ২০ লাখ ২১ হাজার টাকা মুনাফা হয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ১ কোটি ৩৮ লাখ ১ হাজার বা ৩৬ শতাংশ।
উল্লেখ্য, ৩০ কোটি ২৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের অগ্রণী ইন্স্যুরেন্সের ২২ কোটি ৩৪ লাখ টাকার রিজার্ভ রয়েছে।