গত ৯ মার্চ, ২০২১ ‘এমআই সিমেন্টের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা’ শীর্ষক একটি সংবাদ শেয়ারনিউজ২৪.কম অনলাইন পোর্টালে ছাপা হয়। সংবাদটি ‘দৈনিক আমাদের সময়’অনলাইন ভার্সন থেকে সংগৃহীত। ‘দৈনিক আমাদের সময়’ একটি প্রথম শ্রেণীর জাতীয় পত্রিকা। দেশের প্রথম শ্রেণীর পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতার বিষয়ে সন্দেহ করার সুযোগ খুবই কম থাকে। সেই কারণে সংবাদটি ছাপা হয়েছে। সংবাদটির প্রতিবাদ করেছেন এএম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন তালুকদার। সংবাদটির প্রতিবাদ হুবহু নিচে ছাপা হলো:
আপনার শেয়ারবার্তা নামক অনলাইন পত্রিকায় গত ৯ মার্চ ২০২১ তারিখে “এমআই সিমেন্টের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের নজরে এসেছে। উক্ত সংবাদে এমন অনেক তথ্য উপস্থাপন করা হয়েছে যা অসত্য এবং ভিত্তিহীন।
প্রথমত, মোঃ জাহাঙ্গীর আলম ক্রাউন সিমেন্ট কংক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড-এর চেয়ারম্যান নন এবং এই কোম্পানির সাথেও যুক্ত নন। মূলত ক্রাউন সিমেন্ট হলো এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড-এর একটি ব্র্যান্ড নেম (নৎধহফ হধসব) বা পণ্য। ক্রাউন সিমেন্ট কংক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড হলো আরেকটি আলাদা কোম্পানি। এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড এবং ক্রাউন সিমেন্ট কংক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড-এর ব্যবস্থাপনাও সম্পূর্ণ আলাদা।
দ্বিতীয়ত, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোল্লা মোঃ মঞ্জু নামে কোন ব্যাক্তি ক্রাউন সিমেন্ট কংক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড এবং এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড-এ নেই। বাকি যে তিনজন কর্মকর্তার কথা সংবাদে উল্লেখ করা হয়েছে তারাও এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড-এর কোন কর্মকর্তা নন।
আরও সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদেরকে আশ্বার্যান্বিত এবং মর্মাহত করেছে তা হলো ভিন্ন একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ কোন ধরনের যাচাই-বাছাই না করে শেয়ারবার্তা’য় তা প্রকাশ করা। শুধু তাই নয় আমাদের মতো স্বনামধন্য ও দায়িত্বশীল কোম্পানি তথা এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড-এর গ্রাহকদের কাছেও একটি ভুল বার্তা বহন করছে।
তাই মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ শেয়ারবার্তা অনলাইন পত্রিকা থেকে “এমআই সিমেন্টের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা” শিরোনামে প্রকাশিত সংবাদটি যত দ্রæত সম্ভব প্রত্যাহার করে নেয়া এবং প্রকৃত তথ্য উপস্থাপনসহ আমাদের প্রতিবাদটি প্রকাশ করা। এ বিষয়ে আপনার সুবিবেচনা কামনা করছি।
(মোঃ মোক্তার হোসেন তালুকদার)
প্রধান নির্বাহী কর্মকর্তা
এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড