মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি ব্যাংকটির নারী কর্মীদের জন্য অপরাজিতা ফোরামের শুভ সূচনা করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি এটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়াটার্সের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (প্রোটেকশন ও প্রোটকল) আমেনা বেগম, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার হুসনে আরা শিখা এবং গায়িকা ও সাংবাদিক এলিটা করিম।
এই বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘চুজ টু চ্যালেঞ্জ’-এর সাথে সামঞ্জস্য রেখে অপরাজিতা’র যাত্রা শুরু হলো, যা নারী কর্মীদের জন্য কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে আবির্ভূত যেকোন সীমাবদ্ধতা ও একঘেয়ে জীবন মোকাবিলায় সক্ষম করে গড়ে তুলে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। অপরাজিতার মাধ্যেমে জ্ঞান আদান-প্রদান ও সক্ষমতা নির্মাণের প্রয়াসে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে নেটওয়ার্ক স্থাপন করবে। এ ফোরাম প্রতিষ্ঠানের মধ্যে এমন সংস্কৃতি গঠন করতে চায় যেখানে প্রত্যেক নারী মূল্যায়িত, সম্মানিত এবং সমানভাবে সুযোগপ্রাপ্ত হবেন।