পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৩০০ কোটি টাকার কুপন বেয়ারিং নন-কনভার্টেবল ফুলি রিডামবল বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৫ বছর মেয়াদী বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম হবে “ইফাদ অটোস কুপন বেয়ারিং বন্ড”।
কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর বন্ড ইস্যু করতে পারবে।
প্রসঙ্গত, ইফাদ অটোস গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৫৯ পয়সা। গত বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬ টাকা ২৭ পয়সা।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম