বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৩৩৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহটিতে বেক্সিমকোর ৬ কোটি ২৬ লাখ ৭৮ হাজার ৭৫৫টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ৫৩৯ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ২৩.০৯ শতাংশ। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর সাপ্তাহিক টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্নওভারের উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ১৬৯ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১৪৫ কোটি ৬ লাখ ৮১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১২৮ কোটি ৯৮ লাখ ৭১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১০৩ কোটি ২৯ লাখ ৮৯ হাজার টাকার, সামিট পাওয়ারের ৭২ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকার, ওয়ালটনের ৬৯ কোটি ২৭ লাখ ১২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫৫ কোটি ২৫ লাখ ৬১ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৪৫ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকার এবং বিকন ফার্মার ৪৫ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।