পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট দুই কোম্পানিকে অধিগ্রহণের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২ মে ইজিএম অনুষ্ঠান করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ইজিএম আগামী ২ মে সকাল ১০টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।
এর আগে হাইডেলবার্গ সিমেন্টের মার্জারের বিষয়ে উচ্চ আদালত সম্মতি জানিয়েছে। কোম্পানিটি এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানিকে অধিগ্রহণ করেছে।
জানা গেছে, হাইডেলবার্গ সিমেন্ট, এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি যৌথভাবে মার্জারের বিষয়ে উচ্চ আদালতে আবেদন করে। গত ৭ ফেব্রুয়ারি উচ্চ আদালত কোম্পানিগুলোর আবেদনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে। আর বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানোর নির্দেশ দিয়েছে।
এমিরেটস সিমেন্ট ও এমিরেটস পাওয়ার কোম্পানির রেজিস্ট্রেড অফিস ইস্ট মুক্তারপুর, মুন্সিগঞ্জ ঢাকায় অবস্থিত।