1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ঘুষ চাওয়ার অভিযোগ প্রত্যাহার করেছে ডেল্টা লাইফ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ এএম

ঘুষ চাওয়ার অভিযোগ প্রত্যাহার করেছে ডেল্টা লাইফ

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
delta-life

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা উৎকোচ চাওয়ার অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছে ডেলটা লাইফ। দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছেন ডেলটা লাইফের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট পল্লব ভৌমিক। তিনিই এ অভিযোগ করেছিলেন।

এর আগে গত বুধবার এক চিঠির মাধ্যমে অভিযোগ প্রত্যাহারের জন্য পল্লব ভৌমিককে আদেশ দেন কোম্পানিটিতে সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক সুলতান-উল আবেদীন মোল্লা। ওই দিনই দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন পল্লব ভৌমিক।

চিঠিতে বলা হয়েছে, ডেলটা লাইফের গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত নিরীক্ষা কমিটির সভায় ড. মোশারফ হোসেনের বিরুদ্ধে উৎকোচ দাবির অভিযোগ তুলে এ ব্যাপারে দুদকে অভিযোগ দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ দাখিলের দায়িত্ব দেওয়া হয় পল্লব ভৌমিককে। পল্লব ভৌমিক ভয়ে অভিযোগ দাখিল করেন।

পল্লব ভৌমিককে লেখা চিঠিতে সুলতান-উল-আবেদীন মোল্লা বলেছেন, ‘আপনার দাখিল করা অসত্য অভিযোগ প্রত্যাহার করার জন্য এ–সংক্রান্ত বিশেষ কমিটির সুপারিশে ডেলটা লাইফের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হলো।’

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ