বিদায়ী সপ্তাহে আবারও পতনে পার করেছে পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ৪ কার্যদিবস সূচক বেড়েছে আর এক কার্যদিবস সূচক কমেছে। অর্থাৎ বাড়া-কমার হিসাব শেষে বিদায়ী সপ্তাহে উভয় পুঁজিবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। সূচক কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৯৮১ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ২৬০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৮৩ কোটি ৩০ লাখ ৯৬ হাজার ২৪২ টাকা বা ৪১.৭২ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৮ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ১৮ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৯৬ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ২৫২ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৭৫৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৪৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৪৯৮ টাকা বেশি হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট বা ০.০৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ পয়েন্ট ও ১ হাজার ৬৫০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২টি বা ৪৮ শতাংশের, কমেছে ১৪৮টির বা ৪২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির বা ১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৮১ কোটি ২০ লাখ ২৩ হাজার ৫২৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৮৭ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ১৪ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১০৬ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৪৮৫ টাকা বা ৫৬.৬৭ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩৩ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৩২ পয়েন্ট বা ১.০৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ এবং সিএসআই ৪ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৬৭৫, ১২ হাজার ৪৭০, ১ হাজার ৬০ এবং ৯২০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির বা ৪৫ শতাংশ, দর কমেছে ১৫১টির বা ৬৪ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৬ শতাংশ।
শেয়ারবার্তা / আনিস