সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪টির বার ৯.৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে গোল্ডেন সনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার গোল্ডেন সনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে গোল্ডেন সন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলটেক্সের ৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৩.০৮ শতাংশ,মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩.০৭ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২.৮০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.৭৭ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২.৭৭ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ২.৫৬ শতাংশ, আরএন স্পিনিংয়ের ২.৫৫৬ শতাংশ এবং ইস্টার্ন ব্যাংকের শেয়ার দর ২.৫৪ শতাংশ কমেছে।