1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রবাসী গ্রাহকদের বিও খুলবে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ এএম

স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রবাসী গ্রাহকদের বিও খুলবে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ

  • আপডেট সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রবাসী বাংলাদেশী গ্রাহকদের জন্য আকর্ষণীয় কমিশন রেটে এনআরবি বিও অ্যাকাউন্ট খুলবে। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে।

গ্রীন ডেল্টা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওয়াফি শফিক মেনহাজ খান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষরের সময় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সৈয়দ মঈনউদ্দিন আহমেদ, গ্রীন ডেল্টা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম, গ্রীন ডেল্টা সিকিউরিটিজের ব্যবসায়িক প্রধান ফকরুদ্দিন আলী আহমেদ রাজিব, অর্থ ও প্রশাসন বিভাগের প্রধান আসাদ মোর্শেদ বিন শের আলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের খুচরা বিতরণ বিভাগের প্রধান লুৎফুল হাবিব এবং এনআরবি ব্যাংকিং বিভাগের প্রধান তানিম হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ