1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ইন্সুরেন্স খাতে আলোর ঝলকানি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৪ এএম

ইন্সুরেন্স খাতে আলোর ঝলকানি

  • আপডেট সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ১৪২ পয়েন্টের বেশি। তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে ৭ খাতে কোন শেয়ারের দর বাড়েনি। অন্যান্য খাতের শেয়ারেও বড় পতন হয়েছে। তবে পতনের বাজারেও জেনারেল ইন্সুরেন্সের শেয়ারে ছিল আলোর ঝলকানি। আজ জেনারেল ইন্সুরেন্সের সিংহভাগ কোম্পানির দর বেড়েছে এবং কোম্পানিগুলোর লেনদেনও অনেক বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৭টি জেনারেল ইন্সুরেন্সের মধ্যে ২৭টি বা ৭২.৯৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে, ৯টি বা ২৪.৩২ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ১টি বা ২.৭১ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

আজ ডিএসইর শীর্ষ দর বৃদ্ধির তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৮টি ছিল ইন্সুরেন্স খাতের। কোম্পানিগুলো হলো-মার্কেন্টাইল ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, তাকাফুল ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, সোনারবাংলা ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স ও ইসলামিক ইন্সুরেন্স।

অন্যদিকে, আজ ইন্সুরেন্স খাতে লেনদেনও অনেক বেড়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ইন্সুরেন্স খাতে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৫৮ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৯৭ শতাংশ। আজ খাতটিতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৮.৪০ শতাংশ। আগেরদিনের তুলনায় আজ ইন্সুরেন্স খাতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৭২ লাখ টাকা বা ৭৭.৯০ শতাংশ।

আজ ইন্সুরেন্স খাতে দর পতনের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এখাতের সর্বনিম্ন মূলধনী কোম্পানি প্রভাতী ইন্সুরেন্সের। প্রভাতী ইন্সুরেন্সের দর কমেছে ৩.৮৮ শতাংশ। এরপর দর কমেছে প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৩.৩০ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ২.৮৮ শতাংশ, গ্রীনডেল্টা ইন্সুরেন্সের ২.৮০ শতাংশ, বিজিআইসির ১.০৪ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ০.৯২ শতাংশ ও ফেডারেল ইন্সুরেন্সের ০.৯২ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী ১লা মার্চ হতে জেনারেল ইন্সুরেন্স খাতে কমিশন প্রথা বন্ধ করে দেয়া হচ্ছে। কমিশন প্রথা বন্ধ হলে জেনারেল ইন্সুরেন্সের মুনাফায় বড় প্রভাব পড়বে। সামনে কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা রয়েছে। জেনারেল ইন্সুরেন্সগুলো এবছর বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিবে-বাজারে এমন গুঞ্জনও রয়েছে। এছাড়া, প্রভাতী ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স ও ইসলামিক ইন্সুরেন্সের মূলধন বাড়ানোর বিষয়ও রয়েছে। সব মিলিয়ে জেনারেল ইন্সুরেন্সে দিন দিন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। তাই কোম্পানিগুলোর শেয়ার দর যেমন বাড়ছে, লেনদেনও বাড়ছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ