সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর ৩৭ লাখ ২০ হাজার ৪৪০টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ১৪ কোটি ৭ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৬৪ লাখ ৭১ হাজার টাকার বার্জার পেইন্টসের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইফাদ অটোসের।
এছাড়া বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৯ লাখ ৯২ হাজার টাকার, বিডিকমের ৬ লাখ ৭২ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫৯ লাখ ৮০ হাজার টাকার, বেক্সিমকোর ১৭ লাখ ৫০ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ১০ লাখ ৩৫ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ১৪ লাখ ৭০ হাজার টাকার, ডিবিএইচের ৩৯ লাখ ১৪ হাজার টাকার, এনার্জিপ্যাকের ১০ লাখ ১৮ হাজার টাকার, জেনেক্সের ৫ লাখ ৪২ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৫ লাখ ১৬ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ১ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার, মেরিকোর ১২ লাখ ১ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৫ লাখ ৩ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ লাখ ৫২ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ ৬০ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯০ লাখ ২৪ হাজার টাকার, রিংশাইনের ৫ লাখ টাকার, সুহৃদের ১০ লাখ ৩ হাজার টাকার, সামিট পাওয়ারের ৫৩ লাখ টাকার, ইউনিক হোটেলের ১৪ লাখ ১১ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।