বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে বিদ্যুত-জ্বালানি ও টেলিযোগাযোগ খাত। আলোচিত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে এই দুই খাতের অবদান ছিল ২৮ শতাংশের বেশি। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে বিদ্যুত ও জ্বালানি খাতে লেনদেন হয়েছে মোট ২ হাজার ২১৪ কোটি ৮০ লাখ টাকা। যা খাতটিতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছৈ ৪৪২ কোটি ৯৬ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক লেনদেনে এখাতের অবদান ছিল ১৪.৪০ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল টেলিযোগাযোগ খাত। এখাতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে মোট ২ হাজার ১৫০ কোটি ৫০ লাখ টাকা। যা খাতটিতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ১০ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক লেনদেনে এখাতের অবদান ছিল ১৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক লেনদেনে এরপর অবদান ছিল ব্যাংক খাতে ১২.৩০ শতাংশ, বিবিধ খাতে ১২.৩০ শতাংশ, আর্থিক খাতে ১০.৩০ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতে ৯.১০ শতাংশ, সাধারণ বীমা খাতে ৬.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ৬ শতাংশ, বস্ত্র খাতে ৩.৬০ শতাংশ, সিমেন্ট খাতে ৩.১০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৪০ শতাংশ, সেবা ও সার্ভিস খাতে ১.৬০ শতাংশ, জীবন বীমা খাতে ০.৮০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৭০ শতাংশ, সিরামিক খাতে ০.৫০ শতাংশ, ট্যানারি খাতে ০.৩০ শতাংশ, পাট খাতে ০.২০ শতাংশ, ভ্রমণ ও বিনোদান খাতে ০.২০ শতাংশ এবং পেপার ও প্রিন্টিং খাতে ০.১০ শতাংশ।