1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্বাস্থ্য অধিদপ্তরকে ৩ কোটি সিরিঞ্জ দিচ্ছে জেএমআই
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ এএম

স্বাস্থ্য অধিদপ্তরকে ৩ কোটি সিরিঞ্জ দিচ্ছে জেএমআই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

করোনার টিকা প্রয়োগের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ৩০ লাখ সিরিঞ্জ কিনছে সরকার। এ লক্ষ্যে আজ স্বাস্থ্য অধিদপ্তর কোম্পানিটকে একটি কার্যাদেশ দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

জেএমআই পাঁচ ধাপে ওই সিরিঞ্জ সরবরাহ করবে। প্রতি ধাপে ৬৬ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হবে। প্রথম লটের সিরিঞ্জ সরবরাহ করা হবে ৩১ আনুয়ারি। এরপর যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি, ৩০ মার্চ, ১৬ মে ও ২০ জুন সিরিঞ্জগুলো সরবরাহ করা হবে।

জেএমআই সিরিঞ্জের কাছ থেকে প্রতিটি সিরিঞ্জ ৫ টাকা ৪০ পয়সা দরে কেনা হচ্ছে। কোম্পানিটির কাছ থেকে মোট ১৭ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সিরিঞ্জ কিনছে সরকার।

উল্লেখ, সরকার করোনা ভাইরাস মোকাবেলায় ভারতের সেরাম ইন্ডাস্ট্রির উৎপাদিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিস্কৃত টিকা কেনার জন্য চুক্তি করেছে। এই টিকা প্রয়োগের জন্য বিশেষায়িত সিরিঞ্জ প্রয়োজন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ