1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বাজার ঊর্ধ্বমুখী হলেও বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৯ এএম

বাজার ঊর্ধ্বমুখী হলেও বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও সবকটি মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই ঊর্ধ্বমুখী থাকল পুঁজিবাজার।

এদিন শুরুতেই লেনদেনের অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে লেনদেনের প্রথম ঘণ্টায় বড় উত্থানের আভাস পাওয়া যায়। কিন্তু দুপুর ১২টার পর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম কমতে থাকে। ফলে নিম্নমুখী হয়ে পড়ে সূচক। যদিও দিনের লেনদেন শেষে সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে।

সূচকের উত্থান হলেও এদিন ডিএসইতে যে কয়কটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৪টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৪টির। অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬১ পয়েন্টে অবস্থান করছে।

সবকটি মূল্যসূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪০৯ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৮ কোটি ৭৮ লাখ টাকা।

বাজারটিতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৩ লাখ টাকার। ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ