সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দর পতনের শীর্ষে রয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর কমেছে ১৫ টাকা বা ২০.৯৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৫৬.৬০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৯০ বারে ২ লাখ ৮ হাজার ৫৫৩টি শেয়ার লেনদেন করেছে। আগেরদিন কোম্পানিটির দর ছিল ৭১.৬০ টাকা।
পতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর কমেছে ১.৮০ টাকা বা ৭.৬২ শতাংশ।
পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- দুলামিয়া কটন, প্রিমিয়ার ইন্সুরেন্স, জিলবাংলা, ফু-ওয়াং সিরামিক, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, বারাকা পাওয়ার ও বেঙ্গল উইন্ডসর।