পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানি দুইটি হলো : অ্যাক্টিভ ফাইন ও এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই জানিয়েছে, কোম্পানিটি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে কোন সংবেদনশীল তথ্য আছে কীনা-তা জানতে চেয়ে কোম্পানি দুটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটি দুটির কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ার দুটির দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ ডিসেম্বর অ্যাক্টিভ ফাইনের শেয়ার দর ছিল ১৬.৯০ টাকা। ৫ জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ২০.৯০ টাকায়। দর বেড়েছে ৪ টাকা বা ২৩.৬৬ শতাংশ।
অন্যদিকে এডিএন টেলিকমের শেয়ার দর গত ২০ ডিসেম্বর ছিল ৫২.৩০ টাকা। আর ৬ জানুয়ারি শেয়ারটি বেড়ে দাঁড়িয়েছে ৬০.৫০ টাকায়। দর বেড়েছে ৮.২০ টাকা বা ১৫.৬৭ শতাংশ।
কোম্পানিগুলোর এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।