পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের সঙ্গে পশ্চিমাঞ্চাল গ্যাস কোম্পানির (পিজিসিএল) একটি সালিশি ট্রাইব্যুনালে মামলা চলছিল। সেই মামলার নিষ্পত্তি করেছে জিবিবি পাওয়ার। এজন্য কোম্পানিটিকে ১৪ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৮০ টাকা খরচ করতে হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অবগতিতে সালিশি ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। এর আগে পিজিসিএল ও জিবিবি পাওয়ারের মধ্যে মামলা নিষ্পত্তি সম্পর্কে ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ডিএসই একটি সংবাদ প্রকাশ করে। গত ২৩ সেপ্টেম্বর জিবিবি পাওয়ার পিজিসিএলকে মামলার টাকা পরিশোধ করেছে। গত ৭ নভেম্বর পিজিসিএল বিষয়টি চিঠির মাধ্যমে নিশ্চিত করেছে।
উল্লেখ্য, জিবিবি পাওয়ারের পরিশোধিত মূলধন ১০১ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৪৮৯ টাকা এবং শেয়ার সংখ্যা ১০ কোটি ১৮ লাখ ৩ হাজার ৫৪৮টি। এর বর্তমান রিজার্ভের পরিমাণ ১০ কোটি ৪৬ লাখ টাকা।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
শেয়ারবার্তা / হামিদ