পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার দর টানা তিন সপ্তাহ বড়েছে। তবে বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার উল্টো পথে চলতে শুরু করেছে। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষস্থানে চলে এসেছে প্রতিষ্ঠানটির নাম।
চলতি বছরের ২৬ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়। বিএসইসির অনুমোদন নিয়ে ভবন নির্মাণ, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচের জন্য পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করে প্রতিষ্ঠানটি।
আইপিও বিজয়ীদের শেয়ার বুঝিয়ে দেয়ার পর গত ২ ডিসেম্বর থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয় ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের। ২ ডিসেম্বর লেনদেনে শুরুর আগেই কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হওয়া অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভেডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানায়। যার প্রভাবে আইপিওতে ১০ টাকা করে বিক্রি হওয়া কোম্পানিটির শেয়ার দফায় দফায় বেড়ে গত সপ্তাহের লেনদেন শুরুর আগে ৪২.৬০ টাকায় ওঠে।
তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরু হতেই কোম্পানিটির শেয়ার দর পতনের মধ্যে পড়ে। পরের তিন কার্যদিবসও চলে দরপতন। সপ্তাহের শেষ কার্যদিবস শেয়ারটির দর কিছুটা বাড়লেও পতনের হাত থেকে রক্ষা পায়নি।
বিনিয়োগকারীদের একটি অংশ প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে শেয়ারটির দর কমেছে ১৮.৭৮ শতাংশ। টাকার অঙ্কে দাম কমেছে ৮ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৪.৬০ টাকায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৪২.৬০ টাকা।