এক সপ্তাহের ব্যবধানে ফ্লোর প্রাইসে আটকে থাকা কোম্পানির সংখ্যা বেড়েছে প্রায় দিগুণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৩ ডিসেম্বর ফ্লোর প্রাইজের আটকা থাকা কোম্পানির শেয়ারের সংখ্যা ছিলো ৩৫-৪০টির মধ্যে সেখান থেকে বেড়ে রোববার (২০ ডিসেম্বর) পর্যন্ত ফ্লোর প্রাইসে অবস্থান করছে ৬৪টি কোম্পানি। ফোর প্রাইসের কারণে এসব কোম্পানির বিনিয়োগকারীরা ইচ্ছা থাকা স্বত্ত্বেও শেয়ার কেনা-বেচা করতে পারছেন না। ফলে আটকে আছে বিনিয়োগকারীদের টাকা।
নাম না প্রকাশের শর্তে ডিএসইর কর্মকর্তা বলেন, পুঁজিবাজারে উত্থান হলে ফ্লোর প্রাইস কোম্পানির সংখ্যা কমে যায় আবার দরপতন হলে ফ্লোর প্রাইজ কোম্পানির সংখ্যা বেড়ে যায়। কয়েকদিন টানা পুঁজিবাজারে দরপতন হয়েছে। আর দরপতনের কারণে ফ্লোর প্রাইজে থাকা কোম্পানির সংখ্যা বেড়েছে।
ফ্লোর প্রাইসে থাকা কোম্পানিগুলো হলো- অ্যাডভেন্ট ফার্মা ২২ টাকা ৮০ পয়সা, এএফসি এগ্রো ১৭ টাকা, আমান ফিড ২৬ টাকা ৮০ পয়সা, অ্যাপেক্স স্পিনিং ১৩০ টাকা ৭ পয়সা, অ্যাপেক্স টেনারি ১০৬ টাকা ৯০ পয়সা, আর্গন ডেনিম ১৯ টাকা ২০ পয়সা, এটলাস বাংলাদেশ ১০৯ টাকা ৪০ পয়সা, বাটা সু ৬৯৩ টাকা ২০ পয়সা, বিবিএস ক্যাবলস ৫৪ টাকা ৬০ পয়সা, বিডি অটোকার্স ১৪৭ টাকা ৩০ পয়সা, বিডি সার্ভিস ৫ টাকা ২০ পয়সা, বেঙ্গল ওয়েন্সর ১৭ টাকা, বসুন্ধরা পেপার ৩৯ টাকা ৯০ পয়সা, কপারটেক ২০ টাকা ৭০ পয়সা, সিভিও পেট্টো কেমিক্যাল ১১৫ টাকা ৪০ পয়সা, ডিবিএইচ ৯২ টাকা ৬০ পয়সা, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬ টাকা ৯০ পয়সা, ডেসকো ৩৪ টাকা ৮০, ডরিন পাওয়ার ৫৭ টাকা ১০ পয়সা, ইস্টার্ন ক্যাবলস ১৪০ টাকা ১০ পয়সা, ইভিন্স টেক্সটাইল ৮ টাকা ২০ পয়সা, ফার কেমিক্যাল ৯ টাকা ৮০ পয়সা, গোল্ডেন হার্ভেস্ট ১৬ টাকা ৭০ পয়সা,
ইন্দোবাংলা ফার্মাসিটিউক্যালস, কে এন্ড কিউ ২০৭ টাকা ৪০ পয়সা, কোহিনুর কেমিক্যালস ৪৭২ টাকা ৮০ পয়সা, কেপিসিএল ৪৫ টাকা ৩০ পয়সা, কেপিপিএল ১৭ টাকা ৬০ পয়সা, লিগেসি ফুটওয়্যার ৬২ টাকা ৯০ পয়সা, মেঘনা সিমেন্ট ৬২ টাকা ৯০ পয়সা, এমএল ডায়িং ৫০ টাকা, মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি ৭৯৪ টাকা ৮০ পয়সা, মুন্নু সিরামিক ১২৬ টাকা ৮০ পয়সা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ২৪ টাকা ১০ পয়সা, নাহি অ্যালমুনিয়াম ৪৭ টাকা ১০ পয়সা, ন্যাশনাল ব্যাংক ৬ টাকা ৮০ পয়সা, ন্যাশনাল টি কোম্পানি ৪৫১ টাকা ৫০ পয়সা, নুরানি ৭ টাকা ৭০ পয়সা, ওইম্যাক্স ২৪ টাকা ৩০ পয়সা, পিএলএফএসএল ৩ টাকা, পপুলার লাইফ ৭৬ টাকা ৭০ পয়সা, প্রগতি লাইফ ৮৮ টাকা ৩০ পয়সা, প্রগ্রেসিভ লাইফ ১০৩ টাকা ২০ পয়সা,
রহিম টেক্সটাইল ২২৭ টাকা ৭০ পয়সা, রিংসাইন ৬ টাকা ৪০ পয়সা, সায়হাম কটন ১৬ টাকা ১০ পয়সা, সায়হাম টেক্স ২৪ টাকা ৫০ পয়সা, সমতা লেদার ১০৬ টাকা ৯০ পয়সা, শমরিতা ৬০ টাকা ৬০ পয়সা, সি পার্ল ৭৯ টাকা ১০ পয়সা, শাশা ডেনিম ২১ টাকি ৬০ পয়সা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ১৫ টাকা ১০ পয়সা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২১ টাকা ৭০ পয়সা, সিলভা ফার্মাসিটিউক্যালস ১৮ টাকা ৩০ পয়সা, এসকে ট্রিমস ৬২ টাকা ২০ পয়সা, সোনালি পেপার ২৭৩ টাকা, সোনার গাঁও টেক্সটাইল ২৪ টাকা ৫০ পয়সা, এসপিসিএল ৭২ টাকা, স্কয়ার টেক্সটাইল ২৯ টাকা, স্ট্যান্ডার্ড সিরকামিক ৩০৭ টাকা ৯০ টাকা, ইউনিক হোটেল ৩৯ টাকা ৫০ পয়সা, উত্তরা ব্যাংক ২৩ টাকা ৭০ পয়সা, ভিএফএস থ্রেড ২২ টাকা ৫০ পয়সা এবং ওয়েস্টার্ন মেরিন ১১ টাকা ৫০ পয়সা।
উল্লেখ্য, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ফ্লোর প্রাইস চালু করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
প্রাপ্ত তথ্যমতে, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ১৯ মার্চে বিশেষ পরিস্থিতিতে তৎকালীন কমিশন ফ্লোর প্রাইস চালু করেছে। তবে নতুন কমিশন এসে ব্লোক মার্কেটের জন্য ফ্লোর পাইস তুলে দেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১০ জুন বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাক্ষরিত এ চিঠি উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ফ্লোর প্রাইস তুলতে না রাজ বিএসইসি।