1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
চার কার্যদিবস পর পুঁজিবাজারে পতন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম

চার কার্যদিবস পর পুঁজিবাজারে পতন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
dse-cse-logo

আগের চার কার্যদিবস টানা উত্থানের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পতন হয়েছে উভয় পুঁজিবাজারে। আজ পুঁজিবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ১২৩.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭.১৬ পয়েন্ট এবং সিডিএসইসি ৫.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮৫.৫২ পয়েন্ট, ১৮০৬.০৩ এবং ১০৫১.৩৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৯৭২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭ কোটি ১৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির বা ৩৫.১১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৯টির বা ৪৪.৬৬ শতাংশের এবং ৭২টি বা ২০.২২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬২.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৩.৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। আজ সিএসইতে ৪৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ